যশোরে কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বিভিন্ন গ্রাম

Share Now..

যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। কালবৈশাখী এ ঝড়ে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন ও লেবুতলা ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণ পুর, কোদালিয়া, ফুলবাড়ী, লেবুতলা,ও হৈবতপুর ইউনিয়নের ভাগলপুর, মিরা লাউখালী, রসুলপুর, , নাটুয়াপাড়া, বারীনগর বাজার, জোড়াদাহ হৈবতপুর, মথুরাপুরসহ জেলার বিভিন্ন এলাকায় কাঁচা বাড়ি ঘর, আধাপাকা ঘর, টিনসেটঘর সহ উক্ত এলাকার ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বড় বড় গাছ, বৈদ্যুতিক খুটি উপড়ে পড়েছে। এছাড়া আম লিচুসহ মাঠের সবজি ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

আজ শনিবার (২১ মে) ভোর সাড়ে ৬টার দিকে ঝড় শুরু হয়। এ ঝড় প্রায় ১০ মিনিট স্থায়ী ছিলো।

এলাকার প্রবীণদের ভাষ্যমতে, তাদের দেখা জীবনে সব চেয়ে বড় ঝড় এটি। আর এই ঝড়ে চিরচেনা গ্রামগুলো সবই অচেনা মনে হচ্ছে। চারিদিকে শুধু ধ্বংস স্তুপে পরিণত হয়েছে।

ভাগলপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মকছেদ আলী বলেন, আমাদের গ্রাম সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। গাছপালাসহ বাড়ি ঘর ও বিদ্যুৎতের খুটি উপড়ে পড়েছে। শাক-সবজি ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

বীরনারায়নপুর গ্রামের আলী হোসেন ও শরিফুল ইসলাম জানান , জীবনে এমন গতির ঝড় দেখিনি। চোখের সামনে বড় বড় গাছপালা ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে।

২নং লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন জানান, ইউনিয়নের ১০/১৫ টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ে। বিশেষ করে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন অসহায় কৃষক ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপ দাশ বলেন, শনিবারের হঠাৎ ঝড়ে উপজেলার বেশ কিছু জায়গায় ক্ষতি হয়েছে। আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *