যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ ১৭ জনের মৃত্যু
Share Now..
যশোর জেলা প্রতিনিধি:
যশোরে গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১২ জন এবং করোনার উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান। সব মিলিয়ে এই ওয়ার্ডের মোট ১৭ জন মৃত্যুবরণ করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৬২ জন। ইয়েলো জোনে আছেন ৬৬। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭ জন।