যশোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
Share Now..
এস আর নিরব।
যশোর ১১ বছরের শিশুকেকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।(০১ মার্চ) বুধবার গভীর রাতে যশোর সদর উপজেলার চাঁদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক এম নাজিউর রহমান। আটক রাশেদ হোসেন যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত সুবহান মন্ডলের ছেলে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারী ১১ বছরের এক শিশুকে টাকার লোভ দেখিয়ে রাশেদ নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। একই সাথে র্যাব-৬ যশোরকেও বিষয়টি অবহিত করে। র্যাব তাৎক্ষনিক বিষয়টি আমলে নিয়ে রাশেদকে আটক করে। আটকের পর রাশেদ ধর্ষণের বিষয়টি স্বিকার করে।