যশোরে ৫০০পিস ইয়াবা সহ আটক- ৪

Share Now..

 

যশোর জেলা প্রতিনিধি 

যশোরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।বুধবার সন্ধ্যা ছয়টার দিকে যশোর ডিবি পুলিশের এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডলের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানার উপশহর ই-ব্লকে সুইটি লেডিস ফ্যাশন হাউজের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন, (১) যশোর নাজিরপুর শংকরপুর এলাকার মৃত্যু আফসার আলীর ছেলে শাহানুর রহমান (৪৫), (২) কেশবপুর উপজেলার চিংড়ি বাজার এলাকার শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৭), (৩) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমোদি গ্রামের দরবেশ শেখর ছেলে কামাল হোসেন (৪০), ও (৪) নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত রুহুল আমিনর ছেলে রেজাউল আমিন মিল্টন (৫২)।

যশোর ডিবি পুলিশের ইনচার্জ রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।  তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *