রাজ কাপুরের বাড়ি বাঁচালো পাকিস্তান আদালত

Share Now..


পাকিস্তানের পেশোয়ারে রাজ কাপুরের বাড়িকে হেরিটেজ হিসেবে রক্ষণাবেক্ষণ এর নির্দেশ দিয়েছে পাকিস্তানের আদালত।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পেশোয়ারে রাজ কাপুরের বাড়ির বর্তমান মালিক ১৯৬৯ সালে অকশনে বাড়িটি কিনেছিলেন বলে আদালতকে জানিয়েছেন। তার বক্তব্য, বাড়িটি এখন তার সম্পত্তি। ফলে সেটি ভেঙে তিনি শপিং মল বানাতে চান। কিন্তু আদালত তা মানতে চায়নি। আদালত জানিয়েছে, ওই হাভেলি এখন হেরিটেজ। ফলে কোনোভাবেই তা ভাঙা যাবে না। বরং বাড়িটির রক্ষণাবেক্ষণ করতে হবে।বস্তুত, এর আগে পেশোয়ারে দিলীপ কুমারের বাড়িও একইভাবে রক্ষা করেছিল আদালত। ওই বাড়ির বর্তমান মালিকও বাড়িটি ভেঙে শপিং মল বানাতে চেয়েছিলেন। কিন্তু তা করতে দেওয়া হয়নি। একই আদালত ওই বাড়িটিকেও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন। এদিন আদালত নির্দেশ দেওয়ার পর পেশোয়ারের প্রশাসন রাজ কাপুরের বাড়িটি সংরক্ষণের দায়িত্ব নেয়।

১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের পেশোয়ার ছেড়ে ভারতের মুম্বাইয়ে পাকাপাকিভাবে চলে আসে কাপুর পরিবার। দিলীপ কুমারও একই সময় ভারতে চলে এসেছিলেন। পরবর্তী সময় ইতিহাস। কাপুর পরিবার এখন বলিউডের একটি অন্যতম স্তম্ভ।

2 thoughts on “রাজ কাপুরের বাড়ি বাঁচালো পাকিস্তান আদালত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *