রাশিয়ার দুই গ্রামে ইউক্রেনের গোলাবর্ষণ: গভর্নর
রাশিয়ার বেলগোরদ অঞ্চলের দুই গ্রামে গোলাবর্ষণ করেছে ইউক্রেনের বাহিনী। এই অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ এই দাবি করেছেন। বৃহস্পতিবার (৫ মে ) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে এতে কোনো বেসামরিক লোকের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান এই গভর্নর।
ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ আরও বলেন, ‘ইউক্রেন অঞ্চল থেকে ঝুরাভলিওভকা এবং নেখোতিভকা গ্রামে গোলাবর্ষণ করা হয়েছে।’ তবে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার এই দাবি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং দূর্গে রাতভর আর্টিলারি হামলা চালানো হয়েছে। এতে ইউক্রেনের ৬ শতাধিক যোদ্ধা নিহত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ৬ শতাধিক ইউক্রেনীয় এবং ৬১ টি ইউনিট অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।’