রিঙ্কুর ৫ বলে ৫ ছক্কাকাণ্ড!

Share Now..


খেলার মাঠে কখনো কখনো এমন অবিশ্বাস্য কিছু কাণ্ড ঘটে, যাতে সাধারণ একটা ম্যাচও হয়ে উঠে অসাধারণ। অবিশ্বাস্য কীর্তির জন্য ঠাই করে নেয় ইতিহাসের পাতায়। গতকাল আইপিএলে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি তারই জ্বলন্ত উদাহরণ। গুজরাটের ইনিংসের পর কলকাতার ইনিংসের ১৬ ওভার পর্যন্তও ম্যাচটা আর দশটা আইপিএল ম্যাচের মতোই এগোচ্ছিল। কিন্তু এর পরই সাধারণ এই ম্যাচটাকে অসাধারণ করে তুলেছেন গুজরাটের আফগান স্পিনার রশিদ খান ও কলকাতার মিডলঅর্ডার ব্যাটসম্যান রিঙ্কু সিং। প্রথমে হ্যাটট্রিক করে নায়ক বনে যান রশিদ খান। খানিক পরেই রশিদ খানকে ছাপিয়ে ম্যাচের আসল নায়ক বনে যান রিঙ্কু সিং। ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে জিতিয়ে ম্যাচটাকে ইতিহাসের পাতায় আশ্রয় দিয়েছেন তিনি।

ক্রিকেটে শেষ বলে ছক্কা মেরে দলকে জেতানোর ঘটনা আছে। শেষ বলে ছক্কা মেরে ম্যাচ ‘টাই’ করার নজিরও আছে। আছে ৬ বলে ৬ ছক্কার নজিরও। কিন্তু শেষ ৫ বলে ৫ ছক্কার সমীকরণ মিলিয়ে দলকে জেতানো, আইপিএলে তো নয়, ক্রিকেট ইতিহাসেই এমন ঘটনা বিরল। গতকাল সেই বিরল কীর্তিই গড়লেন কলকাতার ২৫ বছর বয়সি ব্যাটার রিঙ্কু সিং।

প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রানের পুঁজি গড়ে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট। ২০৫ রানের লক্ষ্য তাড়ায় কলকাতার ১৬ ওভার শেষে সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৫ রান। মানে জয়ের জন্য শেষ ৪ ওভারে কলকাতার দরকার ছিল ৫০ রান। কঠিন হলেও ৬ উইকেট হাতে থাকায় সম্ভাবনাও ছিল। কিন্তু এরপরই বিশেষ রূপে মঞ্চে আভির্ভূত হন হার্দিক পান্ডিয়ার পরিবর্তে এই ম্যাচে গুজরাটকে নেতৃত্ব দেওয়া রশিদ খান। ১৭ নম্বর ওভারের প্রথম ৩ বলে তিনি তুলে নেন ৩ উইকেট, মানে হ্যাটট্রিক! টানা ৩ বলে তিনি বিদায় করেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও শার্দুল ঠাকুরকে। মুহূর্তেই ১৫৫/৭ রানের দলে পরিণত হওয়া কলকাতার জয় সম্ভাবনাটা আরো কঠিন হয়ে যায়! ১৯ ওভার শেষে সেটা তো অসম্ভবেই রূপ নেয়! শেষ ওভারে কলকাতার দরকার ছিল ২৯ রান! এও কি সম্ভব? ৫ বলে ৫ ছক্কার ঝড়ে রিঙ্কু সেই অসম্ভবটাকেও সম্ভব করেছেন।
সমীকরণের দিকে তাকিয়ে রশিদ খান হয়তো খুশি মনেই শেষ ওভারটি যশ দয়ালকে করতে দিয়েছিলেন। যশ দয়ালও শুরুটাও করেন ভালোই। তার প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। তখন সমীকরণ ৫ বলে ২৮ রান। মানে জিততে হলে কলকাতাকে অন্তত ৪টি ছক্কা ও একটি চার মারতে হবে। টানা ৪টি ছক্কা মারার পর রিঙ্কু আর চারের পথে হাঁটেননি। বরং ছক্কার উৎসবটা তিনি ছক্কা মেরেই শেষ করেছেন। তার অবিশ্বাস্যতায় কলকাতা জিতে গেছে ৩ উইকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *