‘রেহানা মরিয়ম নূর’ বিচারের দায়িত্ব যাদের কাঁধে

Share Now..

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে আঁ সার্তে রিগা বিভাগে স্থান পেয়েছে অপূর্ব নির্মাণশৈলী ও অগতানুগতিক গল্পে সাজানো ২০টি ছবি। এর মধ্যে আছে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই কাজসহ নির্বাচিত ছবিগুলো দেখে পুরস্কার প্রদানের জন্য বিজয়ী তালিকা তৈরির গুরুদায়িত্ব যাদের কাঁধে থাকছে তাদের নাম জানিয়েছেন আয়োজকরা।

এবার আঁ সার্তে রিগায় বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ নারী নির্মাতা আন্ড্রেয়া আর্নল্ড। তার প্রথম চলচ্চিত্র ‘রেড রোড’ (২০০৬) এবং দ্বিতীয় ছবি ‘ফিশ ট্যাংক’ (২০০৯) কানের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পায়। দুটোই উৎসবের জুরি প্রাইজ জিতেছে। ২০১৬ সালে কানের মূল প্রতিযোগিতায় থাকা ‘আমেরিকান হানি’র জন্য তৃতীয় জুরি প্রাইজ পেয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে ২০০৫ সালে অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার জেতে তার ‘ওয়াস্প’।

  • কান উৎসবের জুরি প্রাইজ এবং অস্কার পুরস্কার হাতে আন্ড্রেয়া আর্নল্ড

শুধু আঁ সার্তে রিগার জুরি প্রেসিডেন্ট হতেই কানে যাচ্ছেন আন্ড্রেয়া আর্নল্ড, তা কিন্তু নয়। অফিসিয়াল সিলেকশনের আরেক বিভাগ আউট অব কম্পিটিশনে দেখানো হবে তার নতুন ছবি ‘কাউ’।

আন্ড্রেয়া আর্নল্ডের নেতৃত্বে আঁ সার্তে রিগায় বিচারকের আসনে থাকবেন আলজেরিয়ার পরিচালক মুনিয়া মেদু, ফরাসি অভিনেত্রী এলজা জিলবারস্তাইন, আর্জেন্টাইন পরিচালক দানিয়েল বরমান এবং মার্কিন পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো।

২০১৯ সালে মুনিয়া মেদুর প্রথম ছবি ‘পাপিশা’ এবং মাইকেল অ্যাঞ্জেলো কোভিনোর ‘দ্য ক্লাইম্ব’ জায়গা করে নেয় আঁ সার্তে রিগায়। ‘দ্য ক্লাইম্ব’ পুরস্কারও জিতেছে। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ছবিতে টম হ্যাঙ্কসের সঙ্গে অভিনয় করেছেন কোভিনো।
কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আমন্ত্রণ পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। এর চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়া আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী। ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের জেরেমি চুয়া।দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভালের সাল দুবুসি প্রেক্ষাগৃহে আগামী ৬ জুলাই শুরু হবে উৎসবটি। পরদিন রয়েছে আঁ সার্তে রিগার উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ছবি নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা আর্থার হারারির দ্বিতীয় চলচ্চিত্র ‘ওনোদা-টেন থাউজেন্ড নাইটস ইন দ্য জঙ্গল’। আগামী ২১ জুলাই এটি ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *