‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার প্রশংসায় অনুরাগ কাশ্যপ

Share Now..

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনের ইতিহাসে বাংলাদেশের প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’কে অন্যতম শক্তিশালী সিনেমা বলে প্রশংসায় ভাসিয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপ। বলেছেন, এটি খুবই ভালো এবং দুর্দান্ত সিনেমা।

বর্তমানে কান উৎসবে অংশগ্রহণের জন্য সেখানে আছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই পরিচালক। তিনি ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি দেখেছেনও। মঙ্গলবার বাংলাদেশের কলাকূশলীদের সঙ্গে তিনি আড্ডা দিয়েছেন। পরে একসাথে ছবিও তুলেছেন। আর সেগুলো ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ভিডিও বার্তায় অনুরাগ কাশ্যপ বলেন, ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে পারফরম্যান্স, সাউন্ড ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিংসহ সবকিছু এক্সট্রাঅর্ডিনারি বা অসাধারণ।

এ সময় সমগ্র বাংলাদেশ, সিনেমাটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও প্রযোজক জেরেমি চুয়াসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।

৭৪তম কানের আঁ সার্তে রিগায় ‘রেহানা মরিয়ম নূর’সহ প্রতিযোগিতা করছে ২০টি ছবি। আগামী ১৬ জুলাই পুরস্কার বিতরণ করবেন এই বিভাগের বিচারকদের প্রধান ব্রিটিশ নারী নির্মাতা আন্দ্রেয়া আর্নল্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *