রোনালদোদের ম্যাচ পরিচালনা করে যে টাকা পেলেন রেফারি
গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত আল হিলাল ও আল নাসরের ম্যাচটি এমনিতেই অন্য মাত্রা পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে। ঐ ম্যাচে রোনালদোর অশোভন আচরণ ভঙ্গি নিয়ে সৌদি আরবে বইছে সমালোচনার ঝড়। অশালীন আচরণের অভিযোগে সৌদি আরবের সমর্থকদের একটা অংশ তো রোনালদোকে সৌদি আরব থেকে বহিষ্কার করার দাবি পর্যন্ত তুলেছে। তো রোনালদোর কারণে বিশেষ আলোচিত ম্যাচটি ঘটেছে আরও একটি আলোচিত ঘটনাও।গুরুত্বপূর্ণ এই ম্যাচটি পরিচালনার জন্য সৌদি আরবের প্রো লিগ কর্তৃপক্ষ রেফারি হায়ার করেছিল ইংল্যান্ড থেকে। সত্যিই তাই। ম্যাচটি পরিচালনার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা রেফারি মাইকেল অলিভিয়েরকে ভাড়া করেছিল সৌদি আরব। তো ইংল্যান্ড থেকে সৌদি আরবে উড়ে এসে ম্যাচ পরিচালনার জন্য মোটা অঙ্কের টাকাও পেয়েছেন মাইকেল অলিভিয়ের। ইংল্যান্ডেরই জনপ্রিয় পত্রিকা ‘ডেইলি মেইল’-এর দাবি, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ম্যাচ পরিচালনা করে মাইকেল অলিভিয়ের যত টাকা পান, ঐ ম্যাচটি পরিচালনা করে তার দ্বিগুণ টাকা পেয়েছেন। তা অঙ্কটা কত? ঐ এক ম্যাচ পরিচালনা করেই অলিভিয়ের পেয়েছেন ৩ হাজার ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৯৬ হাজার ৭৫ টাকা।
শুধু মোটা অঙ্কের সম্মানীই নয়, ইংল্যান্ড থেকে সৌদি আরবে যাওয়া-আসার জন্য বিমানের বিজনেস ক্লাস টিকিটও দেওয়া হয় অলিভিয়েরকে। মানে মোটা অঙ্কের টাকা প্রাপ্তির পাশাপাশি বিলাসবহুল বিমান ভ্রমণও হয়েছে রেফারি অলিভিয়েরের। এই রেফারিই ম্যাচে রোনালদোকে হলুদকার্ড দেখান প্রতিপক্ষ খেলোয়াড়কে জাপটে ধরে মাটিতে ফেলে দেওয়ার অপরাধে! পরে মাঠেই তিনি রোনালদোর কাছে দুঃখ প্রকাশ করেন! নিউজে ব্যবহৃত ছবিতেই তার প্রমাণ।