রোনালদোর গোলে ইউনাইটেডের নাটকীয় জয়

Share Now..

জোড়া গোল করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মান বাঁচালেন সেই ক্রিশ্চিয়ানো রোনালদোই। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টার বিরুদ্ধে ২-২ ড্র করেছে ওলে গুন্নার সোলসারের দল। পর্তুগিজ মহাতারকা স্টপেজ মিনিটে গোল না করলে হারের মুখ দেখতে হতো ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাবটিকে।

গতকাল আটলান্টার বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়বার পর রোনালদোর গোলেই সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৪টি ম্যাচ খেলে ৫টি গোল করেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। মঙ্গলবার ম্যাচ শুরুর ১২ মিনিটের মধ্যেই আটলান্টাকে এগিয়ে দিয়েছিলেন দুভান জাপাটা। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুর্দান্ত পাসিংয়ের পর স্বদেশী ব্রুনো ফার্নান্ডেজের ব্যাক হিল থেকে বল পেয়ে দারুণ গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধেও দাপুটে শুরু করে ইতালির ক্লাবটি। ম্যাচের ৫৬ মিনিটে দ্বিতীয় গোল করেন সেই দুভান জাপাটাই। প্র‍থমে অফসাইডের জন্যে গোল বাতিল করা হলেও ভিএআর রিভিউয়ের দৌলতে ২-১ এগিয়ে যায় আটলান্টা। দ্বিতীয়বার পিছিয়ে পড়বার পর গোল শোধের জন্যে মরিয়া হয়ে উঠেছিলেন ওলে গুন্নার সোলসারের ছেলেরা। মাঝমাঠের দূর্বলতায় সেই আক্রমণগুলো দানা বাঁধছিল না। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে প্রতিপক্ষ বক্সের সামনে বল পান রোনালদো। তার জোরালো লো-ভলি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেল আটলান্টা গোলরক্ষক। এই ম্যাচ হারলে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে নেমে যেত রেড ডেভিলসরা। আপাতত চার ম্যাচে দুটি জয় সহ ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ইউক্রেনের ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ১-০ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোল করেন ১৯ বছরের আনসু ফাতি। পরের ম্যাচে বেনফিকার বিরুদ্ধে জয় পেলেই শেষ ষোলোয় জায়গা পাবে কাতালান ক্লাবটি। মঙ্গলবারই প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে জার্মানীর বায়ার্ন মিউনিখ ও ইতালির জুভেন্টাস। বেনফিকার বিরুদ্ধে রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে ভর করে ৫-২ ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন। জুভেন্টাস হারিয়েছে জেনিট সেন্ট পিটার্সবুর্গকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রাক্তন ক্লাবের হয়ে জোড়া গোল করেন পাওলো দিবালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *