রোনালদো ‘উন্মাদ ও গর্দভ’: পেরেজ

Share Now..

এবার আরো একটি গোপন অডিও ফাঁস হলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। ২০১২ সালের সেই অডিওতে শোনা যায় বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘উন্মাদ’ ও ‘অসুস্থ’ বলে মন্তব্য করেছেন পেরেজ। একইসঙ্গে ক্লাবটির সাবেক কোচ হোসে মরিনহোকেও ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন তিনি।

এর আগে ক্লাবের দুই কিংবদন্তি ইকার ক্যাসিয়াস ও রাউল গঞ্জালেসকে ‘ভন্ড’ বলে আখ্যা দেন ক্লাব সভাপতি পেরেজ। ২০০৬ সালের সেই অডিও ফাঁস হওয়ার ২৪ ঘন্টা পার হতে না হতেই এবার ফাঁস হলো ২০১২ সালের এই অডিও।

স্প্যানিশ গণমাধ্যম এল কনফিডেন্সিয়াল তার এসব অডিও ফাঁস করে। ৭৪ বছর বয়সী এই ক্লাব সংগঠকের এবারের আলোচনার বিষয় দুই পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদো এবং হোসে মরিনহো।

অক্টোবর ২০১২ সালের সেই আলাপচারিতায় রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে নিয়ে পেরেজ বলেন, সে উন্মাদ, সে একজন গর্দভ। সে অসুস্থ। আপনার মনে হয় সে স্বাভাবিক? সে আসলে স্বাভাবিক না। নইলে সে যেসব কাজ করে এসব করতো না।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করেন ক্রিস্টিয়ানো। ৯ বছরে ক্লাবকে ২টি লা লিগা, ২টি কোপা দেল রে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জেতান রোনালদো।

কেবল রোনালদোই নন, ক্লাবটির সাবেক কোচ হোসে মরিনহোকেও ছেড়ে কথা বলেননি পেরেজ। দুই পর্তুগিজকে নিয়ে বেশ বাজে ভাষায় কথা বলেছেন রিয়াল সভাপতি।

তিনি বলেন, ওদের প্রচুর অহংকার। কোচ (মরিনহো) এবং সে (রোনালদো) দু’জনই নষ্ট হয়ে গেছে। তারা বাস্তবতা বুঝে না। ওরা দু’জনই অস্বাভাবিক এবং টাকা ছাড়া কিছুই বুঝে না। অথচ তারা উল্টো স্বভাবের হলে আরো বেশি টাকা কামাই করতে পারতো।

২০১২-১৩ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসির কোচ হিসেবে যোগ দেন মরিনহো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *