লটারীতে ভাগ্য নির্ধারণ ঘর পেলেন ঝিনাইদহের ভূমিহীন ও গৃহহীনরা
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মুজিববর্ষ উপলক্ষে লটারীর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকাল ও বিকেলে সদর উপজেলার হরিশংকরপুর ও সাধুহাটি ইউনিয়নে সুবিধাভোগিদের মাঝে ঘর হস্তান্তর করা হয়। লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমসহ অন্যানারা উপস্থিত ছিলেন। লটারী শেষে ওই দুই ইউনিয়নের নির্মান হওয়া ৩৫ টি ঘর বুঝে দেওয়া হয়। ঘর ও জমি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।