লন্ডন-বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল ও রুহী

Share Now..


দিলরুবা ইয়াসমিন রুহী। মডেলিং ক্যারিয়ারে বাংলাদেশে দারুণ সাফল্য গুনলেও পরবর্তী চলচ্চিত্রে অভিনয় ও নারী উদ্যোক্তা হিসেবে নিজের কাজকেই প্রাধান্য দিয়েছেন। বর্তমানে স্বামী সন্তানসহ থাকেন যুক্তরাজ্যে। তবে সেখানেও দেশীয় চলচ্চিত্র বিকাশেই কাজ করছেন প্রতিনিয়ত। স্বামী আন্তর্জাতিক খ্যাতিমান নির্মাতা মনসুর আলী। তার সাথে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালনা করছেন গত কয়েকবছর। যা এখন বিশ্ব চলচ্চিত্র উঠোনে দারুণ এক জায়গা করে নিয়েছে। নিয়মিত দেশীয় চলচ্চিত্রের বিকাশে কাজ করে যাচ্ছেন তিনি।রুহী বলেন, ‘দেশকে ভীষণ ভালোবাসি বলেই দেশের নির্মাতা বা চলচ্চিত্রের জন্য কিছু করতে চাই। আমি ঢালিউড ও টলিউডে যে কটি ছবি করেছি, তার সবগুলোই মানের দিক দিয়ে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। তবে আমি মনে করি এখন নতুন নির্মাতাদের আন্তর্জাতিক বাজার অনুযায়ীই কাজ করা উচিত।’লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আগামী আসরে বলিউড-হলিউড ও টলিউডের তারকাদের সম্মিলন করবেন বলে জানান। বর্তমান বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট নিয়ে রুহী বলেন, ‘আমার মনে হয় তারকা, কলাকুশলী থেকে শুরু করে সকলকেই এখন সচেতন থেকে কাজ করতে হবে। তারকাদের ইমেজ একটা বড় ব্যাপার। তারা কোথায় কখন কী বলছেন সেটা খুব জরুরি। কারণ এখনকার গণমাধ্যমে সব খুঁটিনাটিই খুব স্পষ্ট ধরা পড়ে। আমি এমনও জনপ্রিয় তারকাকে দেখেছি যারা ফেস্টিভ্যাল নিয়ে কটু মন্তব্য করেছেন আবার নিজের ছবিটি ফেস্টিভ্যালে আনার জন্য গর্ব প্রকাশ করেছেন। এইসব স্ববিরোধী আচরণে দর্শকরা সেই তারকার প্রতি আস্থা হারায়।’

বর্তমানে শাকিব খানসহ একাধিক তারকা নিয়ে নানা আলোচনা নিয়ে রুহী বলেন, ‘দেখুন, আমরা দেশের বাইরে থাকলেও সবসময় চলচ্চিত্রের সাথেই সম্পৃক্ত থাকার চেষ্টা করি। এবং সকল খোঁজখবর নিই। সেক্ষেত্রে চলচ্চিত্রে আমি মনে করি কে স্টার বা কে সুপারস্টার এসব তর্কে না গিয়ে সবাইকে সম্মিলিতভাবে এক কাতারে কাজ করে যেতে হবে।’

উল্লেখ্য, সর্বশেষ মনসুর আলীর পরিচালনায় মুক্তিযুদ্ধের ছবি ‘সংগ্রাম’-এ অভিনয় করে একাধিক সম্মাননা পান দিলরুবা ইয়াসমিন রুহী। এ ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা অনুপম খের।

রুহীর মতে, বাংলাদেশি শোবিজে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু গুটিকতক নন প্রফেশনালদের জন্য বদনাম ছড়ায়। অনেকে সুদুরপ্রসারি চিন্তাও করতে পারে না কেউ কেউ। যা ছবির বিপণনের জন্য জরুরি। তাই স্বপ্নটা আমাদের আরো বাড়াতে হবে।’

খুব শিগগিরই নিজের প্রযোজনায় নতুন চলচ্চিত্র ও ওয়েব সিরিজের ঘোষণা দেবেন রুহী। যেখানে প্রযোজক হিসেবে তিনি তরুণদের কাজের সুযোগ করে দিতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *