শরীয়তপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নি*হত
শরীয়তপুরে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোটাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান আহমেদ রাকিব (২০) পালং থানার ওমর ফারুকের ছেলে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে শরীয়তপুর পালং থানার ওসি মো. আখতার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কোটাপাড়া ব্রিজের কাছে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুস সোবাহান বলেন, আহত যবুকের বুকের ডান পাশে মারাত্মক আঘাত ছিল। জীবন আশঙ্কাজনক অবস্থায় থাকার কারণে তাকে আমরা ঢাকায় রেফার করেছিলাম।শরীয়তপুরে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে যুবক নিহত
শরীয়তপুরে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোটাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফসান আহমেদ রাকিব (২০) পালং থানার ওমর ফারুকের ছেলে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে শরীয়তপুর পালং থানার ওসি মো. আখতার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কোটাপাড়া ব্রিজের কাছে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুস সোবাহান বলেন, আহত যবুকের বুকের ডান পাশে মারাত্মক আঘাত ছিল। জীবন আশঙ্কাজনক অবস্থায় থাকার কারণে তাকে আমরা ঢাকায় রেফার করেছিলাম।