শান্ত-তামিমে এগোচ্ছে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এই অভিষেক হচ্ছে রনি তালুকদার ও পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর। ব্যাট করতে নেমে শুরুতেই অভিষিক্ত রনিকে হারায় বাংলাদেশ। এরপর শুরুর ধাক্কা সামাল দেন তামিম ও শান্ত।
অভিষিক্ত ম্যাচে তামিমের ওপেনিংয়ে নামেন রনি। তবে অভিষেক রাঙাতে পারলেন না এই ব্যাটার। শুরু থেকেই আইরিশ পেসারদের তোপের মুখে ধুঁকতে থাকে রনি। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি। দলীয় ১৮ রানে ১৪ বলে মাত্র ৪ রান করে ফিরে যান রনি। মার্ক অ্যাডায়ারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান রনি।
এরপর ক্রিজে আসেন আগের ম্যাচের সেঞ্চুরি করা নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন তামিম। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ১০ ওভার শেষ ১ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।