শাহরুখের মেয়েকে বিয়ের প্রস্তাব
বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। গত ২২ মে ২১ বছরে পা দিয়েছেন তিনি। বেশ ঘটা করে হয়ে গেল তার জন্মদিন পালন। বাবা ও মায়ের পাশাপাশি অগুণতি মানুষের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। তার ভিড়েই এলো বিয়ের প্রস্তাব৷ যা নিয়ে বেশ মজা হচ্ছে সোশাল মিডিয়ায়৷ জন্মদিনে মেয়ে সুহানাকে শুভেচ্ছা জানিয়েছে টুইট করেছিলেন গৌরি খান। সুহানার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন.. আজ, আগামীকাল এবং সবসময়ের ভালোবাসা।’ সেখানে এক যুবক সুহানাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। গৌরির সেই পোস্টে শোয়াইব নামে একজন লেখেন, ‘গৌরি ম্যাম, সুহানার সাথে আমাকে বিয়ে দিন। আমার মাসিক আয় এক লাখের বেশি।’ এ মন্তব্যটি রীতিমতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তবে এ মন্তব্যের কোনো উত্তর দেননি সুহানা। নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ছেন সুহানা। গেল বছর লকডাউনের আগে মুম্বাই এসেছিলেন তিনি। পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বছরের শেষে আবার নিউ ইয়র্ক উড়াল দিয়েছেন তিনি। এদিকে গেল কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, শিগগরিই বলিউডের পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার। করণ জোহরের হাত ধরে নাকি সিনেমায় আসবেন তিনি। তবে এখন পর্যন্ত তেমন কোনো আভাস মেলেনি৷ তবে সুহানা অভিনয়ের সাথেই আছেন। নিউ ইয়র্কের একটি থিয়েটারের সাথে সম্পৃক্ত তিনি।