শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা দাবি
আরিয়ান খান মামলায় শাহরুখ খানের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন প্রাক্তন এনসিবি কর্মী সমীর ওয়াংখেড়ে। পুত্র আরিয়ান খানের গ্রেফতারির পরই এই মোটা টাকা দাবি করেন তিনি। মহারাষ্ট্রের এই অফিসারের বিরুদ্ধে এবার সেই তথ্যই প্রকাশ্যে এলো।এনডিটিভি র প্রতিবেদন অনুযায়ী সিবিআই শুক্রবার সমীর ওয়াংখেড়ে-সহ চার জনের বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই কিছু বেসরকারি ওয়ার্কার আরিয়ানকে সাহায্য করার নামে ২৫ লাখ টাকা নিয়েছে এবং ঘুষ হিসাবে দাবি করা হয়েছিল ২৫ কোটি টাকা।
শুক্রবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মামলায় দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পরেই তাদের বাড়িতে তল্লাশি শুরু হয়েছে। আরো জানা যায় সমীর ছাড়াও এই ঘটনায় জড়ানো অরো এনসিবির দুই প্রাক্তন অফিসারও।
২০২১ সালে মুম্বইয়ের একটি বিলাসবহুল প্রমোদতরী থেকে মাদক মামলায় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন তৎকালীণ নারকোটিক কন্ট্রোল ব্যুরোর প্রধান সমীর ওয়াংখেড়ে। পুরো ঘটনায় সেসময় তোলপাড় পড়ে গিয়েছিল দেশে। রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন এই অফিসার।