শিক্ষাবিদ অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেরে
১৭তম মৃত্যু বার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার, ঝিনাইহঃ ঝিনাইহের বিশিষ্ট শিক্ষাবিও সিনিয়র সাংবাকি আসিফ কাজলের ছোট চাচা মরহুম অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেরে ১৭তম মৃত্যু আজ বুধবার। বিসটি পালনে পারিবারিক ভাবে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে ঝিনাইহ শহরের ব্যাপারীপাড়া, বংকির ও কালুহাটী গ্রামে মিলা মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০০৭ সালে ২৬ এপ্রিল অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেঢাকায় এক মর্মান্তিক সড়কুর্ঘটনার পর হৃরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে সময় তিনি ঢাকার মিরপুর শহী জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। শিক্ষাবিআফসার উদ্দীন আহম্মে ঝিনাইহ সর উপজেলার রামনগর এ এন্ড জে কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, মাারীপুরের চরমুগুরিয়া ডিগ্রী কলেজ ও মহেশপুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবেক্ষতার সাথে ায়িত্ব পালন করেন। তিনি ঝিনাইহ সর উপজেলার বংকিরা গ্রামের মরহুম ফজের আলী বিশ্বাসের ছোট ছেলে। মরহুম অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেরে বিসিএস পরীর্ক্ষীরে জন্য লেখা ভাষা সাহিত্যের উপর বই ঢাকার কিদর্শন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এছাড়া বহু মুল্যবান পান্ডুলিপি তার গড়া লাইব্রেরীতে রয়েছে।