শিশুদের সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত করা হচ্ছে: হর্ষবর্ধন শ্রিংলা

Share Now..

সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কার্যক্রমে শিশুদের যুক্ত করা হচ্ছে। যা বিশ্বের জন্য একটি ভয়ংকর এবং চিন্তার বিষয়। সংকট নিরসনে শিশু নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাস দমন সংস্থাগুলোকে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে দেওয়া এক ভাষণে গতকাল সোমবার (২৮ জুন) এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

তিনি বলেন, যেসব রাষ্ট্রে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কার্যক্রম বেশি সেসব রাষ্ট্রের সরকারগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। নাগরিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি নিশ্চিত করতে হবে তাদের।

শ্রিংলা বলেন, করোনাভাইরাসের মহামারিতে শিশুদের ওপর বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত এলাকায় তাদের ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ সেসব এলাকার শিশুরা শিক্ষা, সুস্বাস্থ্য ও অন্যান্য জরুরি সামাজিক সেবা থেক্লে বঞ্চিত হচ্ছে। ফলে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কার্যক্রমে সহজেই তারা যুক্ত হয়ে পড়ছে।
সংকট নিরসনে শিশুদের বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রগুলোর উচিত শিশুদের নিয়ে আলাদা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। বিশেষ করে করোনাভাইরাসের মহামারিতে তারা যেন ভিন্ন কোনো বিপজ্জনক পথে ধাবিত না হয় সে বিষয়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *