শেখ হাসিনার যশোর আগমনকে স্বাগত জানিয়ে মহেশপুরে এম,পি চঞ্চলের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল
পুড়াপাড়া(মহেশপুর)প্রতিনিধিঃ
আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার যশোর আগমনকে স্বাগত জানিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মহেশপুরে এম,পি চঞ্চলের নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্তরে শেষ হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্তরে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামীলীহের সভাপতি অমল কুমার কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবুল হাসেম পাঠান,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন,সাধারণ সম্পাদক মানিক বিশ^াস,সহ সভাপতি মনিরুল ইসলাম, প্রভাষক মুকুল গাজি,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী, শ্রমিকলীগ নেতা মীর সাহেব আলী প্রমুখ।