শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত
\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়দাহ মাদ্রাসার সামনে কুষ্টিয়া ভায়া ঝিনাইদহ মহাসড়কে দ্রæতগামী ট্রাকের ধাক্কায় একজন ভ্যানচালক নিহত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবার) সকাল ১১টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দাহ নামক স্থানে দ্রæতগামী ট্রাকের ধাক্কায় মানোয়ার হোসেন (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়। নিহত মানোয়ার একই উপজেলার মাইলমারি গ্রামের মৃত বক্কার সরদারের ছেলে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গাড়াগঞ্জ হতে ভ্যানে দুজন যাত্রী নিয়ে মাইলমারির উদ্দেশ্যে যাওয়ার পথে বড়দাহ মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা যমুনা গ্যাসের একটি ট্রাক ভ্যানচালককে ধাক্কা দিয়ে চলে যায়। আশেপাশের লোকজন পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।