শৈলকুপায় পূবালী ব্যাংক পি এলসি শাখার উদ্বোধন
\ বিশেষ প্রতিনিধি শৈলকুপা \
ঝিনাইদহের শৈলকুপায় পূবালী ব্যাংক পিএলসি শৈলকুপা শাখার উদ্বোধন করা হয়েছে। শৈলকুপা কবিরপুর চৌরাস্তার মোড় মোল্লা টাওয়ারে সোমবার (১১ মার্চ) বেলা ১২টায় ফিতা কেটে দৃষ্টিনন্দন এ শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোঃ মুসফিকুর রহমান, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর শাখার সহকারী মহা ব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ শিহাবুল ইসলাম, খুলনা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান কাজী মোঃ ফরিদ আহমেদ, শৈলকুপা উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এম হাকিম আহামেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মোল্লা টাওয়ারের মালিক শামীম হোমেন মোল্লা, উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা,ব্যবসায়ীবৃন্দ,শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পূবালী ব্যাংক পিএলসি শাখার বিভিন্ন ব্যবস্থাপকগণ। উদ্বোধনের পর গ্রাহক ও সুধীসমাজের ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংক শৈলকুপা শাখার ব্যবস্থাপক মাজেদুর রহমান জানান, এই ব্যাংকটি স্বাধীনতা পূর্বকাল থেকে অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তারই ধারাবাহিকতায় আধুনিক, গতিশীল স্মার্ট ও সর্বোত্তম ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয়ে শৈলকুপা শাখা উদ্বোধন করা হয়েছে। সবাইকে সাথে নিয়ে পূবালী ব্যাংক, শৈলকুপা শাখাকে এগিয়ে নিতে চাই।