শৈলকুপায় যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত
শৈলকুপা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার সকালে রিপন নামে এক যুবককে নিশংস ভাবে কুপিয়ে ও পিটিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রিপন শেখ (৪০) পেঁয়াজ তোলার উদ্দেশ্যে গোবিন্দপুর মাঠে গেলে পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষরা।
আহত রিপন শেখকে প্রথমে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রিপন শেখ উপজেলার গোবিন্দপুর গ্রামের গনি শেখের ছেলে।
এবিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে,এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।