শৈলকুপায় আকিজ জুট মিলের লুট হওয়া পাট ও ট্রাক উদ্ধার, আটক-৭

Share Now..

শৈলকুপা প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপায় আকিজ জুট মিলের লুট হওয়া পাট ও ট্রাক উদ্ধারসহ ৭ আসামীকে গ্রেফতার করলো শৈলকুপা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,গত ৯ জুন শুক্রবার রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় শৈলকুপা থানাধীন চাদপুর মহাসড়ক ব্রীজের উত্তর পাশে একটি ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনা সংক্রান্তে শৈলকুপা থানায় ১১ ই জুন ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা হয়, মামলা নং-১৫। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মোঃ মহসীন হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অত্র মামলার লুট হওয়া ১১ টন ৬৪০ কেজি পাট, যার আনুমানিক মূল্য ১৯,২৪,০০০ টাকা ,ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক এবং মালামাল বহনকারী ১টি ট্রাক উদ্ধারসহ ৭ আসামীকে গ্রেফতার করি।তিনি আরো বলেন আমরা প্রথমে অভিযান চালিয়ে শনিবার সকাল ৯টায় ফুলতলা, খুলনা থেকে ঝিনাইদহের পাগলাকানাই এর কালু মিয়ার ছেলে পিন্টু মিয়া ও একই এলাকার স্বপন রায়ের ছেলে সুজন রায়কে গ্রেফতার করি, পুনরায় একই দিন বিকাল ৪টার দিকে চুড়ামনকাঠি থেকে পাবনার মনোহরপুর গ্রামের কাউছার প্রমানিকের ছেলে আসামী মোঃ নাহিদ হাসান ও একই এলাকার আবু বকরের ছেলে আসামী আঃ সালাম আবার একই দিনে রাত ৯টায় ঝিনাইদহ থেকে সদর উপজেলার মুত মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে আসামী মোঃ মনিরুল জোয়ার্দ্দার আবার একই এলাকার মৃত রজব আলী জোয়ার্দ্দারের ছেলে মোঃ সাইফুল ইসলাম ও ইদ্রিস মোল্লার ছেলে ইমরান খান সাগরকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
লুট হওয়া পাটের মালিক আকিজ জুট মিলের পার্সেজিং ম্যানেজার আয়ৃব আলী বলেন,শৈলকুপা থানা পুলিশের সহায়তায় উদ্ধারকৃত মালামাল পেয়ে আমরা খুশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *