শৈলকুপায় ধর্ষন মামলার আসামী র্যাবের হাতে আটক
Share Now..
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ধর্ষন মামলার পলাতক আসামীকে আটক করেছে র্যাব। মনিরুল ইসলাম শৈলকুপার দেবীনগর মোল্লা পাড়ার দুলাল হোসেনের ছেলে। রোববার ঝিনাইদহ র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শৈলকুপা থানার (মামলা নং- ১০) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত এজাহারভুক্ত ধর্ষন মামলার প্রধান পলাতক আসামী মনিরুল ভাটই বাজার এলাকায় অবস্থান করছিল। গোপন সুত্রে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনি আটক হন। ধর্ষক মনিরুলকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।