শৈলকুপায় শিক্ষার্থী ও নারীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ
শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপায় অসহায় শিক্ষার্থী ও নারীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার ১১-৩০ মিনিটের সময় উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম ও ্উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা উপস্থিত থেকে উপজেলা চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় অসহায় গরীব শিক্ষার্থী ও নারীদের মাঝে ১৪ টি বাই সাইকেল ও ২০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
শিক্ষার্থী জান্নাতুল ইসলাম প্রতিভা বলেন, আমার একটি সাইকেল খুবই দরকার ছিল তাই সাইকেল পেয়ে আমি ভিষণ খুশি হয়েছি। আমার যাতায়াতের জন্য ভাল হলো যা লেখাপড়ার জন্য সহায়ক ভ’মিকা পালন করবে।
কবিরপুরের মিলি খাতুন বলেন, পরিবার পরিজন নিয়ে কষ্টে ছিলাম তাই সেলাই মেশিন পেয়ে আমি খুশি। আমার সংসারে আয়ের একটা গতি হলো ।
এসব সামগ্রী বিতরণকালে উপজেলার বিভিন্ন দপÍরের অফিসাররা উপস্থিত ছিলেনর্।