শৈলকুপায় সাপের কামড়ে ১জনের মৃত্যু
শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে রাহেলা খাতুন(৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার সকালে উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে। মৃত রাহেলা বেগম হরিহরা গ্রামের আলাউদ্দিন হোসেনের স্ত্রী।
হরিহরা গ্রামের মিলন বিশ^াস জানান, রাহেলা বেগম রবিবার ভোরে দৈনন্দিন কার্যাদি সম্পন্ন করতে বাইরে ল্যাট্রিনে গেলে সেখান থেকে তাকে বিষধর সাপে দংশন করে। প্রধমে তাকে এলাকার কবিরাজের কাছে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে সকাল ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন রবিবার ভোরে রাহেলা খাতুন নামে এক নারীর সাপে কামড়ালে স্বজনরা তাকে প্রথমে কবিরাজি চিকিৎসা করান। এরপর সকাল ৮টার দিকে মূমূর্ষ অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রোগীর স্বামী এন্টিভেনম প্রয়োগের অনুমতি না দিলে ১০টার দিকে তার মৃত্যু হয়।