শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ ঘন্টার ব্যবধানে ২জনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ ঘন্টার ব্যবধানে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে মতিয়ার রহমান(৫০) ও পৌর এলাকার শ্যামুপুর গ্রামের নজির মন্ডলের স্ত্রী শুকজান বেগম। মতিয়ার রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার রাতে ১২টায় এবং শুকজান রবিবার বেলা ১১টায় মৃত্যু হয়।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের সমন্বয়ক ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম জানান মতিয়ার রহমান শনিবার রাত ১২টায় করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। একটু পরেই তার মৃত্যু হয় এবং শুকজান রবিবার ১১টায় উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আসলে তাকেও মৃত ঘোষনা করা হয়। পরে উভয়ের নমুনা এন্টিজেন টেস্ট করা হলে দেখা যায় তাদের করোনা পজিটিভ। তারা বেশ কিছুদিন ধরে সর্দ্দি ,কাশি ও জ¦রে নিয়ে ভুগছিলেন।