শৈলকুপা বাজারে দুর্ধর্ষ ডাকাতি
অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট; ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক

Share Now..

শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শহরের বাজারে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে । গত রাতে উপজেলা শহরের কবিরপুর নতুন ব্রীজ রোডের চৌরাস্তা মোড়ে শামীম স্টোরে মুদি দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
লুটপাট করা মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, চাউল, তেল, মোবাইল মিনিট কার্ড, সিগারেট, সাবান সহ বিভিন্ন সামগ্রী ।
এসবের মধ্যে চাউল রয়েছে প্রায় ১৫ বস্তা, যার দাম ১৫ হাজার টাকার উপরে । বিভিন্ন ব্রান্ডের সিগারেট রয়েছে ১০হাজার টাকার, সয়াবিন তেল রয়েছে ১০ হাজার টাকার, পেস্ট রয়েছে ৫হাজার টাকার, সাবান- শ্যাম্পু,ভীম রয়েছে ৫হাজার টাকার, মোবাইল মিনিট কার্ড রয়েছে ৬হাজার টাকার। এছাড়াও মুদি দোকানটির অন্যান্য সামগ্রী নিয়ে পুরো দোকান ফাঁকা করে ফেলে ডাকাত দল। স্থানীয়দের ধারনা, গভীর রাতে দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধ ডাকাতদল ও গ্যাংগ্রুপ দোকানের একাধিক তালা ভেঙ্গে ও সাটার খুলে এসব সামগ্রী লুটে নিয়েছে ।
কবিরপুর নতুন ব্রীজ রোডের চৌরাস্তা মোড়ের শামীম স্টোরের মালিক শারিরীক প্রতিবন্ধী শামীম জানান, প্রতিদিনের মতো গতকাল রাতেও ১০টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফিরে যান। ভোরে এসে দেখেন, দোকানের একাধিক তালা ভাঙ্গা, সাটার খোলা । শামীম জানান, দোকানে কিছু নগদ টাকা সহ চাল-ডাল, সিগারেট, তেল, সাবান সহ অন্যান্য দামী সব সামগ্রীই লুটপাট করে নিয়ে গেছে।
এদিকে শহরের ব্যস্ততম প্রধান সড়কের সাথে এবং বাইপাস সহ কয়েকটি রাস্তার মোড়ের মুদি দোকানটিতে বে-পরোয়া লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ী মহল। তারা দ্রুত ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, শৈলকুপার কবিরপুর, চৌরাস্ত,আবাসিক এলাকা, ঝাউদিয়া, ঝাউদিয়া আবাসন, ঝাউদিয়া ক্যানেল, গোবিন্দপুর, চরাঞ্চল, হাবিবপুর সহ এলাকায় চোরচক্র, গ্যাংগ্রুপ, ছিনতাইকারী, ডাকাতদল ও মাদক কারবারীদের বিভিন্ন সিন্ডিকেট রয়েছে। পুলিশ বিভিন্ন সময় এলাকায় অভিযান চালিয়ে এদের অনেকের গ্রেফতার করলেও অপরাধ প্রবনতা কমেনি বরং দিনকে দিন বেড়েই চলেছে। সড়কে ডাকাতি, ঘরের গরু-ছাগল লুট, চাঁদা আদায়, ছিনতায়, জিম্মি করা সহ নারীদের এনে দেহ ব্যবসাও করানো হয় কয়েকটি স্থানে।
শামীম স্টোরের মুদি দোকানে যেভাবে ডাকাতি হয়েছে তাতে অনেকেই বিষ্মিত হয়েছে। ঘটনার সাথে দুএকজন নয় বড় ধরনের শক্তিশালী সিন্ডিকেট জড়িত বলে স্থানীয়দের ধারণা। কারণ রাস্তার সাথে দোকানে তালা ভেঙ্গে মালামাল লুটের সময় চক্রটির বেশকিছু গ্রুপ কাজ করেছে। সিন্ডকেটটির কোন গ্রুপ-ওয়াচার রাস্তা পাহারা দেয় আবার কোন গ্রুপ দোকানে ঢুকে মালামাল লুট, আবার কোন গ্রুপ তা যানবাহনে করে নিয়ে যায় বলে অনেকের ধারনা । তারা দীর্ঘ সময় ধরে এমন লুটপাট চালায় । ঐ এলাকায় স্থায়ী নাইটগার্ড না থাকায় চক্রটি সহজেই হানা দিতে পেরেছে বলে কেউ কেউ ধারনা করছে ।
ঘটনা জানার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ নানা আলামত জব্দ করেছে । তবে এখনো কেউ আটক বা গ্রেফতার হয়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কবিরপুরে শামীম স্টোরে চুরি-ডাকাতি যায় হোক অপরাধী চক্রের ধরা হবে, আইনের আওতায় আনা সহ গ্রেফতার করা হবে। এলাকায় পুলিশী অভিযান জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *