শ্যালিকার আপত্তিকর ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার
মানিকগঞ্জের দৌলতপুরে মোবাইল ফোনে শ্যালিকার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগে পলাশ নামে এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৯ মার্চ) উপজেলার কুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার পলাশ দৌলতপুর উপজেলার খলশি ইউনিয়নের বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার আরিফ বলেন, ৮ বছর আগে ভুক্তভোগীর বড় বোনের সঙ্গে পলাশের বিয়ে হয়। তারপর থেকে শ্যালিকাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু শ্যালিকা এ প্রস্তাবে রাজি না হওয়ায় পলাশ তার ওপর ক্ষিপ্ত হয়। গত ফেব্রুয়ারিতে পলাশ মোবাইলে গোপনে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগীর বাবা ও অন্যান্য আত্মীয়-স্বজনের ইমোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, জানান, বুধবার সকাল ১০টার দিকে ভুক্তভোগীর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে দৌলতপুরের কুমুরিয়া এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।