শ্রীলঙ্কায় প্রভাব বাড়াচ্ছে চীন
শ্রীলঙ্কায় চীন তার প্রভাব বাড়িয়ে চলেছে। বিশেষ করে দেশটির এমন একটি অঞ্চলে যা এতদিন অবহেলিত ছিল। কেননা চীন এই দ্বীপ রাষ্ট্রকে ভারত মহাসাগরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর জন্য একটি ভূ-কৌশলগত কেন্দ্র হিসেবে দেখে।
পলিসি রিসার্চ গ্রুপ পরেগ এক আর্টিকেলে লিখেছে, শ্রীলঙ্কায় প্রভাবে বাড়াতে দেশটিতে চীনা রাষ্ট্রদূত কিউ ঝেনহং বড়দিনের আগে তামিল অধ্যুষিত অঞ্চলে সফরে যান।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের ১৫ তারিখ থেকে তিন দিনের এই সফরকে চীনা দূতাবাস ‘পরিচিতি সফর’ বলে উল্লেখ করে। উত্তরের এই শিক্ষা সফরের জন্য অনেকদিন থেকেই পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু করোনা ও অন্যান্য কারণে তা হয়ে উঠেনি।
তবে কূটনৈতিক বিশ্লেষকরা এই সফরকে দেখছেন ভিন্নভাবে। তাদের ভাষ্য, শ্রীলঙ্কায় প্রভাব বাড়াতেই এই সফর।
জানা যায়, সংহতি বাড়াতেই কিউ জাফনা পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং খাবারের প্যাকেট স্থানীয়দের মধ্যে প্রদান করেন। এছাড়া চীনা এই রাষ্ট্রদূত পূর্ব আড়িয়ালেই গুইলান সাগর শসার হ্যাচারি ও খামার পরিদর্শন করেন।
গবেষকরা জানান, চীনের এই সফর ভারতের জন্য উদ্বেগের।