সংখ্যালঘু সম্প্রদায়ের বেসামরিক ব্যক্তিদের হত্যা করছে তালেবান
তালেবানদের দ্বারা আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন এবং বেসামরিক লোকদের হত্যা নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ওপর হামলা বাড়ছে। রাজধানী কাবুলে শুক্রবার (৬ আগস্ট) তালেবান সন্ত্রাসীরা আফগান সরকারের মিডিয়া অ্যান্ড ইনফরমেশন সেন্টারের প্রধান দাওয়া খান মেনাপালকে হত্যা করেছে। এসব জানিয়েছে ইন্ডিয়া টিভি।
প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে মালিস্তানে তালেবান ৪০ জনের বেশি বেসামরিক লোককে হত্যা করেছে। এই নাগরিকদের অধিকাংশই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের। পাক্তিক প্রদেশের মাতা খান জেলার একটি শিশু গুরুতর মানসিক অসুস্থতার জন্য বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিল তার এলাকায় সাতদিনের তালেবানদের অত্যাচার দেখে।
এছাড়া তারা নারীদেরকে রান্না করতে বাধ্য করছে, তাদের পোশাক ও গহনা নিয়ে যাচ্ছে এবং তাদের বাবা-মায়ের চোখের সামনে শিশুদের গুলি করছে। হেলমান্দ ও কান্দাহার প্রদেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়