সময়ের দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে এবং সেটা চলবে-ইবি উপাচার্য
\ ইবি প্রতিনিধি \
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, আমি দায়িত্বের সাথেই সকল কাজ করে যাবো। তবে আমাকে ঘিরে ক্যাম্পাসে কোন বলয় তৈরি হতে দিবো না। যৌক্তিকভাবে আমাকে যেকোনো বিষয় বোঝানো সম্ভব, তবে আমাকে কেনা সম্ভব না। বিগত সময়ের দুর্নীতির তদন্তের কাজ শুরু হয়েছে এবং সেটা চলবে। এক্ষেত্রে কোন সময়ে আমিও যদি দুর্নীতিতে জড়িয়ে যাই, তাহলে সাংবাদিকদের কলম যেন আমাকে দুর্নীতি থেকে বিরত রাখে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ইবি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা, একাডেমিক স্থবিরতা, শিক্ষা ও গবেষণা, সকল পদে দক্ষ ও যোগ্য লোক নিয়োগসহ অভ্যান্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংস্কার পরিকল্পনার বিষয়ে তুলে করেন তারা। তিনি আরো বলেন, প্রেস ক্লাব একটি বিশ্বস্ত সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি বড় ভূমিকা পালন করতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিষয় হলো ইমেজ ক্রাইসিস। আমি চাচ্ছি সেই হারানো ইমেজ আবার ফিরে আসুক। প্রেসক্লাব সেই ইমেজ ফিরিয়ে আনার জন্য কাজ করবে। এসময় উপস্থিত ছিলেন, ইবি প্রেস ক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব রেদোয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম, ক্রীড়া সম্পাদক ফরহাদ খাদেম, কার্যনির্বাহী সদস্যদের মাঝে জিসান নজরুল, শাহিন রাজাসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।