‘সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন’

Share Now..

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার উন্নত পরিবেশ ও নিরাপদ পাঠদানের জন্য সারাদেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণ করছে।

রবিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) সরকারি স্বরূপকাঠি কলেজের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার কল্যাণে করোনাকালে দেশের কোনো উন্নয়নই থেমে থাকেনি। তার সাহসী পদক্ষেপে পদ্মা সেতু নির্মিত হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ আজ ভালো আছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নিজামুল হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *