সাগরপাড়ে নারীদের জয়গান

Share Now..

রুপালি পর্দায় নারী প্রতিনিধিত্ব থাকলেই তা আলাদাভাবে খবরের শিরোনামে উঠে আসে। কিন্তু একটা সময় আসবে, যখন এসব হয়ে যাবে ডাল-ভাত! সেই স্বপ্ন দেখেন কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগের নারী বিচারকরা। ‘পরিচালক’ শব্দের আগে আর ‘নারী’ ব্যবহার হবে না, এমন একটি পৃথিবী দেখার প্রত্যাশায় তারা।

মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্যানেলে পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি। আট বিচারকের পাঁচজনই নারী। তারা হলেন সেনেগাল-ফরাসি পরিচালক মাতি দিওপ, কানাডিয়ান-ফরাসি সংগীতশিল্পী মিলেন ফারমা, আমেরিকান অভিনেত্রী ম্যাগি জিলেনহাল, অস্ট্রিয়ান পরিচালক জেসিকা হাউসনার, ফরাসি অভিনেত্রী মেলানি ল্যঁহো। এছাড়া আছেন আমেরিকান পরিচালক স্পাইক লি, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলো, ফরাসি অভিনেতা তাহের রহিম এবং দক্ষিণ কোরিয়ার অভিনেতা সঙ কাঙ-হো।
নারী বিচারকরা সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করে গেছেন, ‌‘লিঙ্গ বৈষম্যে ইতি ঘটাতে ভূমিকা রাখবে এবারের কান।’ দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ে নারীদের জয়গান শোনা যেতে শুরু করেছে এরই মধ্যে।২০১৯ সালের মতো রেকর্ডসংখ্যক চার নারী পরিচালকের ছবি রয়েছে এবারের মূল প্রতিযোগিতা বিভাগে। তাদের মধ্যে গতকাল উৎসবের চতুর্থ দিনে ফরাসি নারী নির্মাতা ক্যাথেরিন করসিনির ‘দ্য ডিভাইড’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *