সাতক্ষীরা কালিগঞ্জে রামনগর খিদমাহ সমাজকল্যাণ সংসদের উদ্বোধন

Share Now..

\ সাতক্ষীরা থানা প্রতিনিধি \
সাতক্ষীরার কালিগঞ্জের রামনগর ভাইয়ের হাটখোলা মোড় সংলগ্ন খিদমাহ সমাজকল্যাণ সংসদ-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় ও মাওলানা মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি মো: আব্দুর রউফ, বাংলাদেশ জামাত ইসলামীর কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি ইব্রাহিম বাহারি, ইঞ্জিনিয়ার আব্দুল গফুর সরদার, ইউনিয়ন জমাতে সেক্রেটারি প্রভাষক জামাল ফারুক, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল ফারুক, সাংবাদিক তাজুল হাসান সাদ, নাইম ইসলামসহ খিদমাহ সামাজকল্যাণ সংসদের সকল সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহাব সিদ্দিকী বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় খিদমাহ সমাজ কল্যাণ সাংসদের সকল সদস্যকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এবং সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। এ সময় প্রধান অতিথি মোনাজাতের মধ্য দিয়ে খিদমাহ সামাজ কল্যাণ সংসদের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *