সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মালিক
বেশকিছু দিন ধরেই বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছে পাকিস্তানি ক্রিকেটার ও ভারতীয় টেনিস তারকা শোয়েব মালিক ও সানিয়া মির্জার। রমজান মাসে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সানিয়া। সেখানে দেখা যায় ছেলের সঙ্গে ইফতার করছেন তিনি। তবে সেই ইফতারে ছিলেন না মালিক। আর তাই সানিয়া আর শোয়েবের সত্যিই বিচ্ছেদ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। এই মুহূর্তে শোয়েব একা দুবাইতে থাকছেন। আর ছেলেকে নিয়ে থাকছেন ভারতে থাকছেন সানিয়া। আর তাই বিচ্ছেদের গুঞ্জনে লাগে নতুন হাওয়া। তবে এবার সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন মুখ খুললেন শোয়েব মালিক।পাকিস্তানের জিও নিউজের প্রোগ্রাম ‘স্কোর’–এর উপস্থাপক মালিককে প্রশ্ন করেন, ‘চারদিকে গুঞ্জন, আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। আপনি কী বলবেন?’ এর উত্তরে মালিক বলেন, ‘এমন কিছু নয়। ঈদে আমরা একসঙ্গে থাকতে পারলে খুব ভালো হতো।’তিনি আরও বলেন, ‘ওর (সানিয়া মির্জা) আইপিএলে কাজ আছে। আইপিএল নিয়ে অনুষ্ঠান করছে। এ কারণেই আমরা একসঙ্গে হতে পারিনি। কিন্তু আমরা সব সময়ই ভালোবাসা বিনিময় করি। আমি ওকে খুব মিস করি। কতটা মিস করি, তা বলে বোঝাতে পারব না। পেশাগত দায়বদ্ধতা থাকে। কিন্তু আপনি ঈদের সময় কাছের অনেক মানুষকেই মিস করবেন।’