সাফের আগে দলে আরও তিন স্প্যানিশ কোচ
আগামী মাসে ভারতে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটিতে দক্ষিণ এশিয়ার ছয় দলের পাশাপাশি এবার আমন্ত্রিত দেশ হিসেবে অংশ নেবে শক্তিশালী লেবানন এবং কুয়েত। আর আসন্ন এ সাফকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলে কোচিং স্টাফে আরও তিন বিদেশিকে নিয়োগ দিচ্ছেন বাফুফে। আর তারা সবাই জামালদের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দেশ স্পেনের। তিন জনের মধ্যে সহকারী কোচ হিসেবে থাকবেন দাভিদ গোমেস, গোলকিপার কোচ হিসেবে থাকবেন মিগেল আনহেল আনিদো এবং ফিজিও হিসেবে থাকছেন দাভিদ দোবারা মাগান।
গতকাল রবিবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় তাদের নাম ঘোষণা করা হয়। এসময় এবারের সাফে ভালো কিছু করার ও আশা ব্যক্ত করেন বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। এছাড়া সাফের প্রতিটি দলকেই শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু আমরা সাফে খেলছি আমি মনে করি প্রতিটি দলই শক্তিশালী। এবারের সাফে আমন্ত্রিত দল রয়েছে। বাইরে থেকে দুটি দেশ অংশ নিচ্ছে। আমরা সকলেই জানি তারা শক্ত প্রতিপক্ষ।’
সাফে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। শীর্ষ দল হিসেবে গ্রুপে রয়েছে লেবানন। এছাড়াও মালদ্বীপ এবং ভুটানও রয়েছে। তবে লেবানন বাদে বাকীদের সঙ্গে ভালো করার সুযোগ দেখছেন তিনি। বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ লেবাননের বিপক্ষে এরপর মালদ্বীপ, ভুটানের সঙ্গে। শুরুটা কঠিন প্রতিপক্ষ দিয়ে এরপর আমরা পরের ম্যাচগুলোতে অপেক্ষাকৃত সহজ দলের সঙ্গে খেলবো। এটা আমাদের জন্য ভালো দিক। আমার মতে, আমাদের সুযোগে আছে। পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী। দুটো ম্যাচ ভালোমতো আমরা খেলতে পারলে আমাদের সুযোগ থাকবে।’
সাফের আগে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ৪ জুন থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল অনুশীলন করবে এবং তাদের আবাসন ব্যবস্থা করা হয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে।। এরপর জামাল ভূঁইয়ারা প্রস্তুতি ম্যাচ খেলতে কম্বোডিয়া যাবে ১০ জুন। সেখান থেকে সাফে অংশগ্রহণ করতে দল যাবে ভারতের বেঙ্গলুরুতে।
Test your strategy and outwit opponents in our online arenas Lucky cola
Experience the best graphics and gameplay in our online games! Lucky Cola