সুন্দরবনে বৈধভাবে প্রবেশ করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার।
মোঃ রউফ কয়রা(খুলনা) প্রতিনিধিঃ
সম্প্রতি সুন্দরবনে পাশ-পারমিট নিয়ে প্রবেশ করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। খুলনা রেঞ্জ অধিনাস্ত সুন্দরবন এলাকা চালকি,গেঁড়া, ডাগরা, ব্যাসি নদীর খালে অবৈধ ভেষাল জাল ও কীটনাশক দিয়ে মাছ শিকার করছে একদল অসাধু জেলে। এমন তথ্য পাওয়া গেছে সুন্দরবন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন বাবু-রাবাদ তেঁতুল তলার চর, মহারাজপুর ইউনিয়ন হায়াত খালি, মঠবাড়ি ও কয়রা সদর ইউনিয়ন এ-র ৪নং কয়রা ও ৫নং কয়রার কিছু সংখ্যক জেলে নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন আমরা ঐসব এলাকায় দিনে ও রাতে মাছ ধরতে গিয়ে দেখতে পাই অসাধু কিছু জেলে অবৈধ ভেষাল জাল দিয়ে মাছ ধরছে। গোপনে তাদের সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় তারা বন বিভাগ থেকে বৈধ জালের পাশ-পারমিট নিয়ে প্রবেশ করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছে।তাঁরা আরো বলেন বৈধ জালের ভিতরে লুকিয়ে অবৈধ জাল নিয়ে যায়। সাধারণ জেলেদের দাবি এ-ই সব অসাধু জেলেদের বিরুদ্ধে যদি বন বিভাগ কঠোর ব্যবস্তা গ্রহণ করতো তাহলে নির্বিঘ্নে মাছ ধরা সম্ভব হতো সুন্দরবনে। জেলেরা আরো উদ্বেগ প্রকাশ করে বলেন আগামি জুন থেকে আগষ্ট পর্যন্ত তিন মাস সুন্দরবন বন্ধ থাকবে ঐসব অসাধু জেলেরা আরো ভয়ংকর হয়ে ওঠে। অবৈধ জাল ও কীটনাশক দিয়ে মাছ শিকার করার জন্য ।বিষয়টি নিয়ে কথা হয় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জে ডে হাসানুর রহমান এ-র সাথে তিনি বলেন পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করে অবৈধ জাল দিয়ে মাছ শিকার যাঁরা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্তা নেওয়া হবে। এবং গত কয়েক দিন আগে অবৈধ জাল দিয়ে মাছ ধরার সাময় ১০শ জন জেলেকে আটক করা হয়।
Get ready for non-stop action and adventure – start playing now! Lucky cola
Feel the adrenaline rush in our fast-paced online games! Lucky Cola
Всем привет! Подскажите, где найти разные блоги о недвижимости? Пока нашел https://simposad.ru