সুয়েজে আটকে পড়া এভার গিভেন ছাড়া পাচ্ছে

Share Now..

গত মার্চে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ ‌সুয়েজ খালে আটকে গিয়েছিলো কনেটেইনারবাহী জাহাজ এভার গিভেন। এতে খালটিতে জাহাজ চলাচল অচল হয়ে পড়ে। সেই ঘটনায় এভার গিভেনের মালিক ও ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণের বিনিময়ে জাহাজটি ছেড়ে দিতে রাজি হয়েছে মিসর। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল সোমবার (৫ জুলাই) উভয়পক্ষ জানিয়েছে, আগামী বুধবার গ্রেট বিটার লেক থেকে এভার গিভেনকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ‍মিসর। সুয়েজ খালের মাঝামাঝি জায়গায় আটকে পড়ার পর এই গ্রেট বিটার লেকেই এভার গিভেনকে নোঙ্গর করে রাখা হয়েছে।

চুক্তির শর্ত প্রকাশ করা না হলেও বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, মিসরের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ ৫৫ কোটি মার্কিন ডলার দাবি করা হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে ৪০০ মিটার লম্বা ‘দৈত্যাকার’ এভার গিভেন চলার পথে সুয়েজ খালে আটকা পড়েছিলো।

দীর্ঘ ৬ দিনের চেষ্টায় জাহাজটি আটকা পড়া জাহাজটিকে মুক্ত করা সম্ভব হয়েছিল। অনেকগুলো ‘টাগ বোট’ ছাড়াও এভার গিভেনকে উদ্ধারে জাহাজে চারপাশে খননকাজও করা হয়। জাহাজটিকে উদ্ধার করতে গিয়ে একজন ব্যক্তি প্রাণ হারিয়েছিলেন।
মানবনির্মিত ১৯৩ কিলোমিটার লম্বা খালটিতে বিশাল এক জাহাজ আটকে পড়ায় মারাত্মক অচলাবস্থা তৈরি হয়েছিল বিশ্ব বাণিজ্যে। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। ফলে এশিয়া থেকে ইউরোপে যেতে আফ্রিকা ঘুরতে হয় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *