সৈকত-সোহানের ঝড়ে জিতলো শেখ জামাল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকালও হানা দিয়েছিল বৃষ্টি। নতুন সূচিতে সুপার লিগের প্রথম ম্যাচটিই বৃষ্টিতে মাঠে গড়ায়নি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ স্থগিত করা হয়। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে। এদিন বিরতি থাকবে সুপার লিগ। কালও ম্যাচ না হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে।
গতকাল বিকেএসপিতে রেলিগেশন লিগে লেজেন্ডস অব রূপগঞ্জ-পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচও বৃষ্টির কারণে হয়নি। আজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজও সম্ভব না হলে পয়েন্ট ভাগাভাগি হবে।
বৃষ্টির এমন প্রভাবের মধ্যেও গতকাল মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে হয়েছে দারুণ লড়াই। হার দিয়ে সুপার লিগ শুরু করেছে টেবিল টপার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেটে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংককে।
আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছিল প্রাইম ব্যাংক। মোহাম্মদ মিঠুন ৪২ বলে অপরাজিত ৬৭ রানের (৭ চার, ২ ছয়) ঝড়ো ইনিংস খেলেছেন। রকিবুল অপরাজিত ৩৪, বিজয় ২৭, রুবেল মিয়া ২১ রান করেন। ইলিয়াস সানি ২টি উইকেট পান।
জবাবে ১৮.১ ওভারে ৩ উইকেটে ১৬৫ রান তুলে ম্যাচ জিতে নেয় শেখ জামাল। শরীফুল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় ওভারে আশরাফুল (৫) বোল্ড হলেও সৈকত আলী, ইমরুল কায়েস দলকে এগিয়ে নেন। তাদের ১০০ রানের জুটিই শেখ জামালের জয়ের ভিত গড়ে দেয়। সৈকত আলী ৩৬ বলে ৬০ রান (৬ চার, ৩ ছয়) করেন। ইমরুল কায়েস করেন ৪৪ রান। তবে শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে নিশ্চিত হয়েছে শেখ জামালের জয়। ১৭ বলে অপরাজিত ৪৪ রানের (২ চার, ৪ ছয়) বিস্ফোরক ইনিংস খেলেন সোহান। তানবির হায়দার অপরাজিত ৭ রান করেন। সৈকত আলী ম্যাচ সেরা হন।