সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন স্থানে ঈদ উদযাপন
Share Now..
সৌদির সঙ্গে মিল রেখে দেশে বিভিন্ন স্থানে শুক্রবার (২১ এপ্রিল) ঈদ উদযাপন করা হচ্ছে। এর মধ্যে রংপুরের গঙ্গাচড়া, সাতক্ষীরা ও ঝিনাইদহে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি।রংপুরের গঙ্গাচড়া
রংপুরের গঙ্গাচড়ায় শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর জামে মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
উপজেলার বাগপুর জামে মসজিদের ঈমাম আব্দুল বাতেন জানান, উপজেলার মহিপুর, কোলকোন্দ, বাগপুর, গঙ্গাচড়া সদর ও সুন্দরগঞ্জ এলাকার প্রায় চারশ লোক ঈদের নামাজ আদায় করেন।