স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা করে মাটিচাপা দিলেন স্বামী!
পারিবারিক কলহের জের ধরে বরগুনার পাথরঘাটার হাতেমপুর গ্রামে জোড়া খুনের ঘটনা ঘটেছে। শনিবার (৩ জুলাই) পুলিশ মাটি খুঁড়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতরা হলেন সুমাইয়া (১৮) ও ৯ মাসের শিশু সামিরা আক্তার জুঁই। পাথরঘাটার পূর্ব হাতেমপুর গ্রামে শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী শাহিন পলাতক থাকলেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহিন মুন্সীর মা শাহিনুর বেগম (৪৫) ও ফুফাতো ভাই ইমাম হোসেনকে (২৩) আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল তোফায়েলে হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। স্ত্রী হত্যাকারী স্বামী শাহিন মুন্সি উপজেলার সদর ইউনিয়নের খলিল মুন্সির ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শাহিন ও সুমাইয়ার মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। বিয়ের পূর্বেই তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কারণে শিশু সামিয়ার জন্ম হয়। এ ব্যাপারে ৫ মাস কারাভোগের পর আদালতের মাধ্যমে তাদের বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে আছে। এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে। সুমাইয়া দুপুরে বাবার বাড়ি থেকে দাওয়াত খেয়ে তার স্বামীর বাড়ি আসার পর থেকেই নিখোঁজ হয়। ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ বিভিন্নস্থানে খোঁজ খবর নেয়। এর পর থেকেই স্বামী শাহিন লাপাত্তা এবং তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, শনিবার সকালে স্থানীয়রা শাহিনের বাড়ির পাশে একটি নতুন গর্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে গর্ত খুঁড়ে দড়িতে হাত-পা বাঁধা ভাঁজ করা অবস্থায় সুমাইয়া ও শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়।