হরিণাকুণ্ডুতে নতুন ও পুরাতন সহকারী কমিশনার (ভূমি) এর যোগদান ও বিদায়

Share Now..

হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ এর যোগদান ও সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরীর বিদায়।
সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ ৩৬তম বিসিএস (ক্যাডার প্রশাসন) পদে উত্তির্ন হয়ে সহকারী কমিশনার হিসাবে কর্মজিবন শুরু করেন। এতিপূর্বে তিনি মাদরীপূর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন। হরিণাকুণ্ডুতে বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান শেষে দ্বায়ীত্ব বুঝে নিয়ে হরিণাকুণ্ডুতে প্রথম পোষ্টিং এর কর্মজীবণ শুরু করলেন।
একই সময়ে বিদায়ী সহকারী কমিশনার(ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী(এলও)পদে পদন্নোতি হওয়ায় হরিণাকুণ্ডু থেকে বিদায় নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা নবাগত সহকারী কমিশনার(ভূমি) সেলিম আহম্মেদকে ফুলের সুভেচ্ছা দিয়ে স্বাগত সহ বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরীকে ফুলের শুভেচ্ছা দিয়ে ব্যথিত হৃদয়ে বিদায় জানান।
সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী ২০২০ সালের ৪আগষ্ট হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন।
দ্বায়ীত্বে থাকা অবস্থায় তিনি নামজারী,খারীজ,ভূমি উন্নয়ন কর শতভাগ আদায়,খাস জমি উদ্ধার সহ মুজিব বর্ষে (ক)শ্রেণীর ভূমিহীনদের জন্য ঘর নির্মাণে ব্যপক ভূমিকা রাখেন।
তিনি করোনাকালীন সময়ে সরকারী দ্বায়ীত্ব পালনকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হোমকোয়ারেন্টাইনে চিকিৎসাধীন ছিলেন। তার বিদায়ে হরিণাকুণ্ডুর সকল শ্রেণী পেশার মানুষ ব্যথিত হয়েছে বলে বিভিন্ন মাধ্যম জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *