হরিণাকুন্ডতে গত ২৬ঘন্টায় করোনায় ও উপসর্গে ৪ জনের প্রাণহানি
হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গত ২৬ঘণ্টায় করোনা ভাইরাসে ও করোনা উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত এক সপ্তাহে হরিণাকুণ্ডুতে করোনায় ও করোনার উপসর্গে ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটছে । আর করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্য বাষট্টি (৬২) জনথেকে উন্নিত হয়ে তিরাশি (৮৩)জনে দড়িয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বার (১০) জন মাগুরা, ঝিনাইদহ, ফরিদপূর সহ বিভিন্ন জেলায় এবং বাকি আক্রান্ত ৬৭জন উপজেলার বিভিন্ন গ্রামে নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে।
গত২৬ ঘন্টায় মৃত চারজন যথাক্রমে – কুলবাড়ীয়া গ্রামের আনোয়ার হোসেন মালিতা (বুধবার দিবাগত মধ্যরাতে নিজ বাড়ীতে করোনার উপসর্গ নিয়ে), পৌরসভার মান্দারতলা গ্রামের শুকুর আলী (বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে) , নারায়ণপুর গ্রামের হাজি মনির উদ্দিন ( বুধবার সন্ধায় নিজ বাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়) এবং রহিমপূর গ্রামের সব্দার হোসেন( বুধবার দুপুরে নিজবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে) মৃত্যু বরণ করেছেন।
বাকি তিনজন মৃত্যু বরণ করেছেন ১৮ জুন রঘুনাথপূর গ্রামের জাহানারা বেগম, ২১ জুন লক্ষিপূর গ্রামের ওমর আলী, একই দিনে কুল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের মসলেম উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ফাউন্ডেশনের টিম মৃতদের দাফন সম্পন্ন করেছে । নতুন মৃত চারজনের বাড়িসহ আশেপাশের বাড়িগুলো সাথে সাথেই লকডাউন করে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান এই ক্রান্তিকাল পার হওয়ার একমাত্র হাতিয়ার নিজেদের সচেতন হওয়া যেমন ভিড় এড়িয়ে চলা,বেশিরভাগ সময় বাড়ীতে থাকা,মাস্ক পরিধান করা, বেশীকরে সময়নিয়ে সাবান ব্যবহার করে হাতধোয়া,সামাজিক দুরত্ব বজায় রাখা, এককথায় সরকারী বিধিনিষেধ মেনে চলা