হরিণাকুন্ডুতে করোনা টিকার নিবন্ধন নিয়ে বিড়ম্বনা

Share Now..

হরিণাকুন্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহর হরিণাকুন্ডুতে মহামারি করানা ভাইরাসের টিকার নিবন্ধন নিয়ে শুরু হয়েছে বিড়ম্বনা।
গত ৯ জুলাই থেক উপজেলায় শুরু হয় চিনের সিনাফার্মার টিকার অনলাইন নিবন্ধন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সুরক্ষা অ্যাপস এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। মঙ্গলবার সকাল থকেই ওই অ্যাপসের মাধ্যম নিবন্ধন করত গেলে কেন্দ্রের কাটা পূরণ হয়েছ জানিয় তথ্য দওয়া হচ্ছে। এ নিয় দিনভর টিকার নিবন্ধনের জন্য মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয় বল জানিয়ছেন কয়কজন ভুক্তভাগী।
পৌরসভার চিথলিয়াপাড়া এলাকার স্কুল শিক্ষক আসাদুজ্জামান জানান, তিনি তার এক স্বজনের জন্য টিকার নিবন্ধন করতে মাবাইল ফোনে ওই সুরক্ষা অ্যাপস আবদন করেন। কিন্তু অ্যাপস থকে এই কেন্দ্রের টিকার কোটা পূরণ হয়ছে বল অন্য কেন্দ্র নির্বাচন করত তথ্য দওয়া হচ্ছে। এমন অভিযাগ উপজলার বিভিন এলাকার শত শত মানুষের।
উপজলায় মহামারি করানার দ্বিতীয় ঢউ প্রকোট আকার ধারন করায় করোনার টিকা নিতে আগ্রহ বেড়ছে মানুষর মাঝ।
ইতামধ্যে উপজলায় করানায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ছ ৫২৮ জন। আর করানা ও তার উপসর্গে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন।
এদিকে টিকার নিবন্ধনের বিড়ম্বনার বিষয়টি বিকেল থেকেই ছড়িয়ে পড়ে মানুষর মুখে মুখে। এ নিয়ে ভোগান্তীতে পড়েন অসংখ্য মানুষ। কেন টিকার নিবন্ধন হছে না এ বিষয় মিডিয়াকর্মীদর কাছেও একের পর এক ফোনকল আসতে থাকে।
এ বিষয় জানতে চাইল উপজলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, ঢাকা থকে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লক্সে এক হাজার ভয়েল ( ২০০০ ডোজ) দুই হাজার নারী পূরুষের জন্য সিনাফার্মার টিকা বরাদ্দ দওয়া হয়। গত তিনদিন সুরক্ষা অ্যাপসে এই দুই হাজার ডোজের আবেদন পড়েছে। এর আগে উপজলায় আরও আটশত আবদন জমা আছ। সবমিলিয়ে টিকা গ্রহণের নিবন্ধনের জন্য দুই হাজার আটশ‘ আবদন জমা হয়ছে। ডোজের চয়ে আবদনের সংখ্যা বশি হওয়ায় এই উপজলায় টিকার নিবন্ধন সেবা বন্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *