হরিনাকুণ্ডুতে বজ্রপাতে গুরুতর আহত নিয়াজ উদ্দীন অবশেষে মারা গেছে

Share Now..

হরিনাকুন্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাতে গুরুতর আহত কৃষক নিয়াজ উদ্দিন( ৬৫) নামের (৬০) একজন মারা
গেছেন। সোমবার সকাল দশটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান বলে পারিনারিক সূত্র নিশ্চিত করে । নিহত নিয়াজ উদ্দিন হরিণাকুন্ডু পৌর শহরের পার্বতিপুর গ্রামের
মৃত টুনা মিয়ার ছেলে।

নিহতের স্বজন সুমন জানান, রোববার সন্ধ্যায় নিয়াজ উদ্দিন শহরের পানি উন্নয়ন বোর্ড ক্যাম্পাসে বাঁধা গরু
আনতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার
করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার গুরুতর অবনতি হলে এক অনন রাতেই তাকে
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল
দশটার দিকে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, বজ্রপাতে আহত ওই কৃষক রক্তশূন্য হয়ে পড়েন।
তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছিল। এদিন বজ্রপাতে এক নারীসহ আরও দুইজন
আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *