হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ইনজামাম
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে ভর্তি করা হয়েছে লাহোরের একটি বেসরকারি হাসপাতালে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
খবরে বলা হয়, সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঝরাতে তার অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়।
জানা যায়, গত ৩ দিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। তবু ডাক্তারের কাছে যাননি তিনি। কিন্তু অবস্থার অবনতি হলে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ আছে। যার ফলে কর্তব্যরত চিকিৎসকরা ইনজামামের অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছর বয়সী ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই জানিয়েছে হাসপাতাল সূত্র। তবে শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকবেন তিনি, যে কারণে তাকে থাকতে হবে হাসপাতালেই।