‘হিরোপান্তি টু’ সিনেমায় খলচরিত্রে নওয়াজ

Share Now..

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। অল্প সময়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘হিরোপান্তি টু’। এই সিনেমায় টাইগারের সঙ্গে যোগ দিচ্ছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এর আগে ‘মুন্না মাইকেল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন টাইগার ও নওয়াজউদ্দিন। ফিল্মফেয়ারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিরোপান্তি টু’ সিনেমায় নওয়াজকে মূল খলচরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে মুম্বাইয়ে ‘হিরোপান্তি টু’ সিনেমার প্রথম শিডিউলের শুটিং শেষ করেছেন টাইগার। বর্তমানে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শুটিং বন্ধ রয়েছে। দ্বিতীয় শিডিউল শুরু হলেই সিনেমার টিমের সঙ্গে শুটিংয়ে যোগ দেবেন নওয়াজ। ‘হিরোপান্তি টু’ সিনেমাটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এই সিনেমা পরিচালনা করছেন আহমেদ খান। টাইগারের ‘বাঘি টু’ ও ‘বাঘি থ্রি’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া এই সিনেমার মাধ্যমে আবারো পর্দায় হাজির হচ্ছেন টাইগার ও তারা সুতারিয়া। এর আগে ‘স্টুডেন্ট অব দি ইয়ার টু’ সিনেমায় অভিনয় করেন এই জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *